সহজ পদ্ধতিতে টেলিটক ব্যালেন্স ট্রান্সফার করুন
টেলিটক ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস
অনেক সময় জরুরী প্রয়োজনে মোবাইল ব্যালেন্স ট্রান্সফার করা দরকার হয়। সে ক্ষেত্রে টেলিটক প্রিপেইড গ্রাহকরা ইউএসএসডি ডায়ালের মাধ্যমে সহজেই মোইলের ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন।
টেলিটকে যেভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন:
গ্রাহকরা শর্ট কোড *124* পিন*অ্যামাউন্ট* প্রাপকের মোবাইল নম্বর# ব্যবহার করে ব্যালেন্স ট্রান্সফার পরিষেবা পেতে পারেন।
শর্তসমূহ:
▶ সমস্ত প্রিপেইড গ্রাহক এই পরিষেবা উপভোগ করতে পারবেন
▶ ব্যালেন্স ট্রান্সফার সার্ভিসের জন্য USSD তে ডায়াল করুন *124*pin*অ্যামাউন্ট*মোবাইল নম্বরর# (ডিফল্ট পিন হিসেবে ব্যবহার করতে হবে 1234 বা 12345678)।
▶ একক লেনদেনে সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ 50 টাকা স্থানান্তর করা যাবে।
▶ ব্যালেন্স ট্রান্সফার সেবা শুধুমাত্র টেলিটকের প্রিপেইড থেকে প্রিপেইড নম্বরে করতে পারবেন।
▶ দৈনিক সর্বোচ্চ 500 টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
▶ দৈনিক সর্বোচ্চ 10 বার ব্যালেন্স ট্রান্সফার করা যাবে।
▶ মাসিক সর্বোচ্চ স্থানান্তরের পরিমাণ 1000 টাকা।
আরো দেখুন:
Post Comment
কোন মন্তব্য নেই