সর্বশেষ

অবশেষে টেলিটক ঢাকা মহানগরীতে চালু করল 4G

৪৮তম বিজয় দিবসে অর্থাৎ ১৬ ডিসেম্বর,২০১৮ ঢাকা মহানগরীতে টেলিটক চালু করল চতুর্থ প্রজন্মের 4G নেটওয়ার্ক। শীঘ্রই চট্টগ্রামসহ সারা দেশে পাওয়া যাবে 4G সেবা।

আপনার সিম ৪জি সেবা পাওয়ার জন্য উপযুক্ত কী না তা জানতে chk লিখে SMS করুন 157 নাম্বারে। 3G থেকে 4G সিমে মাইগ্রেট করতে হলে “4G” লিখে সেন্ড করুন 111 নাম্বারে।
Teletalk

প্রাথমিকভাবে গুলশান, নিকেতন, বারিধারা, বনানী, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট রমনা, মতিঝিল, মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, ফার্মগেট ও ধানমণ্ডী এলাকায় ৪জি পাওয়া যাবে। শীঘ্রই সারাদেশে ৪জি সেবা চালু হবে।

নেটওয়ার্ক ক্যাপাসিটির উপরে স্পিড নির্ভর করে। সাধারণত আপ্লোড স্পিড ১৫ Mbps ও ডাউনলোড স্পিড ৪০ Mbps পাওয়া যাবে।

আরও পড়ুন:

কোন মন্তব্য নেই