সর্বশেষ

আবারো রুশোর ব্যাটে ভর করে রংপুরের জয়



রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৩৬তম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে রাজশাহী কিংস। কিন্তু ৯৬ রানে প্রথম সারির পাঁচ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করতে সক্ষম হয়। কায়েস আহমেদ ছাড়া কেউ ২০ এর গর পার হতে পারেনি। ফরহাদ রেজা ৩টি, নাজমুল ও শহিদুল ২টি করে উইকেট নেন।
রংপুর যেভাবে খেলে এসেছে তার জন্য এই ১৪২ রানের টার্গেট খুব বেশী হবার কথা ছিল না। কিন্তু ক্রিস গেইল ১০ আর অ্যালেক্স হেলস ১৬ রানে আউট হয়ে গেলে চাপে পরে রংপুর। তবে এবি ও রুশোর ব্যাটে ভর করে অনায়াসে জয় পেয়ে যায় রংপুর রাইডার্স।

স্কোর
রান
ওভার
রাজশাহী কিংস
১৪১/৮
২০
রংপুর রাইডার্স (ব্যাটিং)
৫৬/২
ফলাফল
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ

আরও দেখুন:

কোন মন্তব্য নেই