 |
ইমরুল কায়েস ও শামছুর রহমান ভাল ব্যাটিং করছেন |
বিপিএল এ নিজেদের মাঠেই মাত্র ৬৮ রানেই অলআউট সিলেট সিক্সার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২২ রানে প্রথম সারির সাত ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যাওয়া সিলেট সিক্সার্স শেষ পর্যন্ত ৬৮ রানে অলআউট।
 |
রানের খাতা না খুলতেই এনামুল হকের বিদায় |
এরপর ব্যাট করতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিপদে পরে। রানের খাতা না খুলতেই এনামুল হকের বিদায় ঘন্টা বেজে যায়। তামিম ও বিদায় নেন ০ রানে। তবে চাপ সামাল দিয়ে ইমরুল কায়েস ও শামসুর রহমান ভাল ব্যাটিং করছেন। পরে তারাই
কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে জয়ের বন্দরে পৌছে দেন।
স্কোর:
সিলেট সিক্সার্স: : ৬৮/১০ ওভার: ১৪.৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: (ব্যাটিং) ৬৯/২ ওভার: ১১.১
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ: মেহেদী হাসান
আরও দেখুন:
বিপিএল ২০১৯ এর সাত দল
Post Comment
কোন মন্তব্য নেই