প্রথম ম্যাচে মার্টিন গাপটিলের অনবদ্য শতকে জয় নিউজিল্যান্ডের
টস জিতে ব্যাট করতে নেমে দুই পেসার ম্যাট হেনরি আর ট্রেন্ট বোল্টের তোপের মুখে পড়ে টাইগাররা। দুই ওপেনার তামিম ইকবাল (৫) এবং লিটন দাস (১) যথাক্রমে বোল্ট আর হেনরির শিকার হন। ভরসা দিতে পারেননি 'মি. ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম। বোল্টের বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৫ রান। আশার প্রদীপ হয়ে ছিলেন তিন নম্বরে নামা সৌম্য সরকার। ২২ বলে ৫ চার ১ ছক্কায় বেশ চড়াও হয়েছিলেন তিনি। তবে ২২ বলে ৩০ রানের ইনিংসটি শেষ হয় হেনরির বলে কট অ্যান্ড বোল্ড হয়ে। তারপর শেষ ভরসা মিঠুন। তিনি ৯০ বলে ৬২ রান করেন। শেষ পর্যন্ত বাংলাদেশের রান সব উইকেট হারিয়ে ২৩২ হয়।
২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভাল সূচনা করে। মার্টিন গাপটিলের অনবদ্য শতক ও হেনরির অর্ধ শতকে ভর সহজ জয় পায় নিউজিল্যান্ড।
২৩৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ভাল সূচনা করে। মার্টিন গাপটিলের অনবদ্য শতক ও হেনরির অর্ধ শতকে ভর সহজ জয় পায় নিউজিল্যান্ড।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন, সাব্বির রহমান।
নিউজিল্যান্ড একাদশ: কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জিমি নিশাম, হেনরি নিকোলস, রস টেইলর, মিচেল স্যান্টনার।
|
স্কোর
|
||
|
|
রান
|
ওভার
|
|
বাংলাদেশ
|
২৩২/১০
|
৪৮.৫
|
|
নিউজিল্যান্ড
|
২৩৩/২
|
৪৪.৩
|
|
ফলাফল
|
নিউজিল্যান্ড
৮ উইকেটে জয়ী
|
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
মার্টিন গাপটিল
|
|

কোন মন্তব্য নেই