সর্বশেষ

আপনার প্রেম কতদিন টিকবে জানতে চান?


আপনি কি নতুন প্রেমে পড়েছেন?
যদি প্রেম করছেন বা কোন সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে সেই সম্পর্ক  কতদিন স্থায়ীত্ব হবে তা আপনাকে জানিয়ে দেবে প্রযুক্তি। এমনটিই দ্বাবী করছেন  ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়ার একদল গবেষক।

গবেষকরা গবেষণা করে দেখেছেন কী ভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জানা যাবে আপনার সম্পর্কের মেয়াদ। 
এর জন্য গবেষকরা ১৩৪টি যুগলের মধ্যে পরীক্ষা চালান। এই যুগলরা কতক্ষণ কথা বলেন, এবং কথা বলার সময়ে তাঁরা কী ভঙ্গিতে কথা বলছেন সেই তথ্যগুলি পরীক্ষা করে দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
এক্ষেত্রে প্রেমালাপের সময়ে কী কথা কথা বলছে সে সব নিয়ে কোনও মাথাব্যথা নেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। শুধুমাত্র কতক্ষণ কথা হচ্ছে, এবং কথা বলার সময়ে গলার স্বর কেমন হয় তা ধরা পড়ে যন্ত্রে। এর থেকেই পরীক্ষা করে বলে বুদ্ধিমান যন্ত্র বলে দিতে পারে কোন যুগলের সম্পর্ক ঠিক কতদিন টিকবে।

তো পরীক্ষা করে দেখবেন নাকি আপনার প্রেম আর কতদিন টিকবে...

কোন মন্তব্য নেই