শেষ ম্যাচ জয় দিয়েই শেষ করল সিলেট সিক্সার্স
চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স
বিপিএল-২০১৯ জমে উঠতে শুরু করেছে। শেষ চারে ওঠার লড়াই যেন জটির হয়ে উঠছে। চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স এর মধ্যকার খেলাটিও তার ব্যাতিক্রম নয়।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে আন্দ্রে ফ্লেচারের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। ফ্লেচারই দলের সর্বোচ্চ রাত সংগ্রাহক, তার সংগ্রহ ৫৩ বলে ৬৬ রান। এছাড়া ৩৪ ও ৩২ রান করেন মোহাম্মদ নওয়াজ ও সাব্বির রহমান রুম্মন। আর চমৎকার বল করে হারদাস ভিলজোয়েন নেন ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট।
পরে চিটাগং ভাইকিংস ব্যাটিয়ে নেমেই বিপদে পরে, ৩ রানে দুই ওপেনারের উইকেট হারায়। এরপর একাই দলকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। ৯৬ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর চিটাগংয়ের একমাত্র ভরসা ছিলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল দলটি। জয়ের জন্য শেষ দিকে ৩০ বলে চিটাগংয়ের প্রয়োজন ৫৭ রান।
বিপিএল-২০১৯ জমে উঠতে শুরু করেছে। শেষ চারে ওঠার লড়াই যেন জটির হয়ে উঠছে। চিটাগং ভাইকিংস বনাম সিলেট সিক্সার্স এর মধ্যকার খেলাটিও তার ব্যাতিক্রম নয়।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে আন্দ্রে ফ্লেচারের ফিফটিতে ভর করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। ফ্লেচারই দলের সর্বোচ্চ রাত সংগ্রাহক, তার সংগ্রহ ৫৩ বলে ৬৬ রান। এছাড়া ৩৪ ও ৩২ রান করেন মোহাম্মদ নওয়াজ ও সাব্বির রহমান রুম্মন। আর চমৎকার বল করে হারদাস ভিলজোয়েন নেন ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট।
পরে চিটাগং ভাইকিংস ব্যাটিয়ে নেমেই বিপদে পরে, ৩ রানে দুই ওপেনারের উইকেট হারায়। এরপর একাই দলকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করেন মুশফিকুর রহিম। ৯৬ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর চিটাগংয়ের একমাত্র ভরসা ছিলেন মুশফিকুর রহিম। তার ব্যাটে ভর করেই জয়ের স্বপ্ন দেখছিল দলটি। জয়ের জন্য শেষ দিকে ৩০ বলে চিটাগংয়ের প্রয়োজন ৫৭ রান।
১৬তম ওভারে রান আউট হয়ে ফেরেন মুশফিকুর রহিম। ৩২ বলে তিন চার ও সমান ছক্কায় ৪৮ রান করে ফেরেন মুশফিক। তার বিদায়ের পর মাত্র ৫ রান করে ফেরেন দাসুন শানাকা। ১২৯ রানে ৭ উইকেট হারিয়ে চরম বিপদে চিটাগং।
স্কোর
|
||
রান
|
ওভার
|
|
সিলেট সিক্সার্স
|
১৬৫/৫
|
২০
|
চিটাগং ভাইকিংস
|
১৩৬/১০
|
১৮.৩
|
ফলাফল
|
সিলেট সিক্সার্স ২৯ রানে জয়ী
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
এবাদত হোসেন
|
|
আরও দেখুন:

কোন মন্তব্য নেই