সর্বশেষ

তামিমের দিনে শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ানসের

বিপিএল ২০১৯ ফাইনাল
প্রথম থেকেই বাংলাদেশী দর্শকদের আক্ষেপ ছিল যে এবারের বিপিএল-এ বাংলাদেশের ব্যাটসম্যানরা ঠিকমত রানে ফিরতে পারছে না। এই আসরে বিদেশী খেলোয়ারদের পর পর কয়েকটি শতক থাকলেও বাংলাদেশেী ব্যাটসম্যানদের শতক ছিল না। 

আজকের এই ম্যাচে তামিম ইকবাল যেন সব আক্ষেপ মিটিয়ে দিলেন। বিপিএল ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়লেন ড্যাশিং ওপেনার। তার টর্নেডো ইনিংসে রানের বিশার রানের পাহাড় গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস।  ১৯৯ রানের পাহড়ে তামিম ইকবাল একাই করেছেন ১৪১*, খরচ করেছেন মাত্র ৬১! অর্থাৎ ব্যাটিং স্ট্রাইক রেট ২৩১.১৫।

২০০ রানের লক্ষ্যে ব্যটিং-এ নেমে ভাল শুরু হয়নি ঢাকার, শুন্য রানেই প্রথম উইকেটের পতন। কিন্তু সেই ধাক্কা সামলে নেন উপল থারাঙ্গা ও রনি তালুকদার। কিন্তু আশা জাগিয়েও শেষ রক্ষা হয়নি। ২০ ওভারে ১৮২ রানই তুলতে পারে ঢাকা।


স্কোর

রান
ওভার
কুমিল্লা ভিক্টোরিয়ানস
১৯৯/৩
২০
ঢাকা ডায়নামাইটস
১৮২/৯
২০
ফলাফল
কুমিল্লা ভিক্টোরিয়ানস ১৭ রানে জয়ী
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
ম্যান অ্যাফ দ্যা টুর্নামেন্ট
তামিম ইকবাল
সাকিব আল হাসান


কোন মন্তব্য নেই