প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন সৌম্য সিরকার
শেখ জামাল ধানমন্ডি
ক্লাব বনাম রাজশাহী কিংস
লিস্ট 'এ' ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ডাবল
সেঞ্চুরি করলেন সৌম্য সিরকার। লিস্ট 'এ' ক্রিকেটে সামগ্রিকভাবে ২৯তম ডাবল সেঞ্চুরি
এটি। এর আগে ঘরোয়া এই ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস ছিল রাকিবুল হাসানের, তিনি
১৯০ রান করেছিলেন। মুমিনুল হকও আয়ারল্যান্ডে 'এ' দলের হয়ে খেলেন ১৮১ রানের ইনিংস,
কিন্তু কেও ২০০ রানের মাইলফলনে পৌঁছুতে পারেননি। সেই কাজটি করে দেখালেন সৌম্য।
সৌম্য শেখ জামালের বিপক্ষে ছক্কা মেরেছেন ১৬টি। বাংলাদেশের কোন
ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। বাংলাদেশের মাটিতেও সর্বোচ্চ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অজি ব্যাটসম্যান শেন ওয়াটসনের ১৫ ছক্কার
রেকর্ড আছে। এর আগে লিস্ট 'এ' ক্রিকেটে সৌম্য, মাশরাফি এবং সাইফ হাসানের এক ইনিংসে
১১ ছক্কার রেকর্ড ছিল।
ওপেনিংয়ে সৌম্য এবং জহুরুল ৩১৮ রানের লক্ষ্যে ব্যাটে নেমে ৩১২
রানের জুটি গড়েছেন। লিস্ট 'এ' ক্রিকেটে যা সর্বোচ্চ। গত বছর ওপেনার হিসেবে নাজমুল
ইসলাম শান্ত এবং আনামুল হক ২৩৬ রানের জুটি গড়েন। যে কোন জুটিতে রেকর্ডটা ছিল ধীমান
ঘোষ এবং মাহবুবুল করিমের। ২০০৭ সালে চট্টগ্রাম বিভাগের হয়ে তৃতীয় উইকেট জুটিতে
তারা ২৯০ রান তুলেছিলেন।
সৌম্য সরকার এ নিয়ে দ্বিতীয়বারের মতো ডাবল সেঞ্চুরি করলেন। ডিপিএলে
এই ম্যাচের আগে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯
দলের হয়ে ২০১২ সালে ডাবল সেঞ্চুরি করেন সৌম্য। যুব এশিয়া কাপের ওই ম্যাচে কাতারের
বিপক্ষে ওপেনে নেমে সৌম্য ২০৯ রান করেন।
শেখ জামালের দেওয়া বড় রান তাড়া করতে নেমে সৌম্য খেলেন হার না মানা ২০৮ রানের ইনিংস। বাংলাদেশের কোন ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক-ঘরোয়া মিলিয়ে যা প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে লিস্ট 'এ' ক্রিকেটে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস ছিল রাকিবুল হাসানের। এছাড়া সৌম্য এ ম্যাচে ১৪ চারের পাশাপাশি ১৬ ছক্কা তুলেছেন। বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
শেখ জামালের দেওয়া বড় রান তাড়া করতে নেমে সৌম্য খেলেন হার না মানা ২০৮ রানের ইনিংস। বাংলাদেশের কোন ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে আন্তর্জাতিক-ঘরোয়া মিলিয়ে যা প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে লিস্ট 'এ' ক্রিকেটে সর্বোচ্চ ১৯০ রানের ইনিংস ছিল রাকিবুল হাসানের। এছাড়া সৌম্য এ ম্যাচে ১৪ চারের পাশাপাশি ১৬ ছক্কা তুলেছেন। বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে যা এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
স্কোর
|
||
রান
|
ওভার
|
|
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
|
৩১৭/৯
|
৫০
|
আবাহনী লিমিটেড
|
৩১৯/১
|
৪৭.১
|
ফলাফল
|
আবাহনী লিমিটেড ৯ উইকেটে জয়ী
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
সৌম্য সরকার
|
|

কোন মন্তব্য নেই