মুক্তির আগেই সব রেকর্ড ভেঙ্গে ফেলল ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’
২৬ এপ্রিল মুক্তি হবে মারভেলের তুমুল জনপ্রিয় সিনেমা অ্যাভেঞ্জারস সিরিজের শেষ পর্ব ‘এন্ডগেম’ কিন্তু এর আগেই যেন সব রেকর্ড ভেঙ্গে ফেলছে ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’। মারবভেল, যুক্তরাষ্ট্রভিত্তিক ফানড্যাংগো ওয়েবসাইটের মাধ্যমে ২ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করে। সেই সকল টিকিট শেষ হয়ে যায় মাত্র ছয় ঘণ্টায়, যা এর আগে এত দ্রুত কোনো ছবির টিকিট শেষ হয়নি। এবং ঐ দিনই মুক্তি দেওয়া হয় এন্ডগেম–এর একটি বিশেষ ট্রেলারও।
এতসব ঘটনার কারণে মানুষের মাঝে আগ্রহের কিমতি ছিল না। সকলে অপেক্ষা করছে আয়রন ম্যান ওরফে টনি স্টার্ক, ক্যাপ্টেন আমেরিকা, থর, হালক, অ্যান্ট ম্যান, ক্যাপনটেন মারভেলদের সাথে শক্তিশালী থনোসের রুদ্ধশ্বাম লড়াই।
তো অপেক্ষা তো করাই যায় আর কয়েকটা দিন।
ট্রেলারটি দেখুন নিচে

কোন মন্তব্য নেই