টেলিটকের বন্ধ সিমে সেরা উপহার ২০২০
![]() |
বন্ধ সিম অফার |
তথ্যবলী:
১. বন্ধ সংযোগে ২ জিবি ফ্রি ডাটা পেতে চাইলে গ্রাহককে ১০ টাকা বা তার বেশি যেকোন পরিমাণ রিচার্জ করে *১১১*২০২০২# ডায়াল করতে হবে।
২. বন্ধ সংযোগে ৪৫ পয়সা /মিনিট কলরেট (৯০ দিনের জন্য) পেতে চাইলে গ্রাহককে ১০ টাকা বা তার বেশি যেকোন পরিমাণ রিচাজ করে *১১১*৪৫# ডায়াল করতে হবে।
৩. অফার চলাকালীন সময়ে গ্রাহক যতখুশি ততবার স্পেশাল ডাটা অফার, স্পেশাল কম্বো অফার, আকর্ষণীয় রিচার্জ অফার ও ৪৫ পয়সা/মিনিট কলরেট সুবিধাটি গ্রহণ করতে পারবেন।
৪. অব্যহৃত ডাটা ব্যহারযোগ্য নয়।
৫. সকল ট্যারিফে এসডি, ভ্যাট ও সারচার্জ প্রযোজ্য।
আপনার সিমটি বন্ধ সিম অফারের আয়তাভুক্ত কিনা তা জানতে যেকোন টেলিটক নাম্বার থেকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে কাঙ্খিত নম্বরটি লিখে ১১২-তে এসএমএস করতে হবে।
বন্ধ সিমের গ্রাহরা ১০ টাকা বা তার বেশি রিচার্জ করে সংযোগ চালু করলেই পাচ্ছেন আকর্ষণীয় অফার:
(ক) ৪৫ পয়সা/মিনিট সুবিধা ৯০ দিনের জন্য।
(খ) ২ জিবি ডাটা (মেয়াদ ৭ দিন)
স্পেশাল ডাটা অফার
১ জিবি ২১ টাকা (মেয়াদ ৩০ দিন)
অফার পেতে ডায়াল করুন *১১১*২১#
স্পেশাল কম্বো অফার
(১) ৪ জিবি ডাটা ও ৪০ মিনিট ৪৩ টাকায় (মেয়াদ ৭ দিন)
অফার পেতে ডায়াল করুন *১১১*৪৩#
(২) ৫ জিবি ডাটা ও ১০০ মিনিট ১০৯ টাকায় (মেয়াদ ৩০ দিন)
অফারটি পেতে ডায়াল করুন *১১১*১০৯#
আকর্ষণীয় রিচার্জ অফার
ফ্রি ২৩ মিনিট (অননেট), ২৩ এসএমএস (অননেট) এবং ৩০ এমবি ডাটা (মেয়াদ ৩ দিন) পেতে ২৩ টাকা রিচার্জ করে *১১১*২৩# ডায়াল করতে হবে।
২৩ টাকা গ্রাহকের প্রমো ব্যালেন্সে যোগ হবে (যার মেয়াদ রিচার্জের তারিখ হতে ১০ দিন)
কোন মন্তব্য নেই