তোরা হাত ধর প্রতিজ্ঞা কর- গানের কথা
“তোরা হাত ধর প্রতিজ্ঞা কর”গায়িকা: সুমন কল্যাণপুর
প্রকাশ: ১ জানুয়ারি, ১৯৭০
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি ।।
জানিস-ই তো দস্যি বর আমার জাদুমনি
দেখিস যেন চুরি করে না খায় ছানা ননী
অন্যায় ও করলে ওকে ধমক দিয়ে হাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি।
ওকে নিয়ে চিন্তা বড় মন্দ যে কয় লোকে
দুষ্টুমিও করি যদি ভাল করিস ওকে
সুদামা তোর ভাল দিয়ে ওর মন্দ ঢাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি ।
সুসময়ে বন্ধু অনেক অসময়ে নেই
যে বিপদে আপদে থাকে বন্ধু হল সেই
একই রং একই ধুলো গায়ে তোরা মাখবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি
ওর বুক ফোটে তো মুখ ফোটে না
কষ্ট পায়রে নিজে
বন্ধু হয়ে বুঝে নিবি ওর ব্যথা কিজে
ধ্যানে জ্ঞানে বড় হবার একই স্বপ্ন আঁকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি ।
এই দেহে তোর দুজন আমার দুটি হাত
সুদামা তুই দিন আমার কৃষ্ণ রে তুই রাখ
মা..
আমায় এমনি করে মা বলে চিরদিন তোরা ডাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি ।
তোরা হাত ধর প্রতিজ্ঞা কর
চিরদিন তোরা বন্ধু হয়ে থাকবি
বন্ধু কথার মর্যাদাটা রাখবি ।।
Post Comment
কোন মন্তব্য নেই