সর্বশেষ

আনলিমিটেড ইন্টারনেট অফারের ভেল্কিবাজি!


 

বাংলাদেশের টেলিকম অপারেটররা বহুল প্রতীক্ষিত 'আনলিমিটেড' ও 'মেয়াদবিহীন ইন্টারনেট ডাটা প্যাক চালু করেছে। এতে গ্রাহকদের খুব বেশি সুবিধা হচ্ছে না। 

এর পেছনে মূল কারণ, 'আনলিমিটেড' মাসিক ডাটা প্যাকেজের শুরুতে ডাটা ব্যবহারের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ সীমা নিদিষ্ট করে দেওয়া থাকছে এবং মেয়াদোত্তীর্ণ হবে না বলা হলেও আদতে তা ডাটার ১ বছরের মেয়াদকে বোঝাচ্ছে।

গ্রামীণফোন (জিপি) ২টি প্যাকেজ চালু করেছে। একটি প্যাকেজে ১ হাজার ৯৯ টাকায় ১৫ গিগাবাইট (জিবি) এবং অন্যটিতে ৪৪৯ টাকায় ৫ জিবি ডাটা দেওয়া হচ্ছে। রবি ৩১৯ টাকায় ১০ জিবি, বাংলালিঙ্ক ৩০৬ টাকায় ৫ জিবি এবং টেলিটক ৩০৯ টাকায় ২৬ জিবি ও ১২৭ টাকায় ৬ জিবি করে ডাটা দিচ্ছে।

গ্রামীণফোন

আনলিমিটেড মাসিক ডাটা সুবিধার আওতায় জিপি একাধিক প্যাকেজ চালু করেছে। তবে ২টির ক্ষেত্রেই রয়েছে দৈনিক সর্বোচ্চ ব্যবহারসীমা।

৩৯৯ টাকার প্যাকেজে প্রতিদিন সর্বোচ্চ ১ জিবি এবং ৬৪৯ টাকার প্যাকেজে সর্বোচ্চ ২ জিবি পর্যন্ত ব্যবহার করা যাবে।

প্রাথমিকভাবে আনলিমিটেড ডাটা প্যাকেজের মধ্যে গ্রামীণফোনের গ্রাহকরা ১ হাজার ৯৯ টাকায় ১৫ জিবি ও ৪৪৯ টাকায় ৫ জিবি প্যাকেজ কিনতে পারবেন।

রবি

রবি দিচ্ছে ৩১৯ টাকায় ১০ জিবি ডাটা যার মেয়াদ হবে ৩৬৫ দিন।

এই অফারটি রবি প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

প্যাকটি ৩১৯ টাকা রিচার্জ করে কেনা যাবে

ইন্টারনেট ব্যলেন্স জানতে ডায়াল করুন *৩#

এই প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারে পে-অ্যাস-ইউ-গো রেট ৬ টাকার মত চার্জ করা হবে, এরপর ডাটা বন্ধ হবে

প্যাক আইডি RBU220999X

গ্রাহক যদি সক্রিয় মেয়াদের মধ্যে একই ভলিউম পুনরায় কেনেন তবে অব্যবহৃত ডেটা ভলিউম ক্যারি ফরোয়ার্ড হবে।

এই অফারটি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।

প্যাক ভলিউম বা মেয়াদ শেষ হওয়ার পরে, আপনাকে পে-অ্যাস-ইউ-গো রেটে চার্জ করা হবে

সরকারি শুল্কসহ মূল্য ধার্য।


বাংলালিংক

বাংলালিংক ৩০৬ টাকায় ৫GB ইন্টারনেট ডাটা দিচ্ছে ৩৬৫ দিন মেয়াদে। 

অফারটি বাংলালিংক প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকরা নিতে পারবেন

প্যাকটি ৩০৬ টাকা রিচার্জ করে অথবা *১২১*৩০৬# কোড ডায়াল করে কেনা যাবে

ইন্টারনেট ব্যলেন্স জানতে ডায়াল করুন *১২১*১০০#

এই প্যাকের ভলিউম অথবা মেয়াদ শেষ হয়ে গেলে ইন্টারনেট ব্যবহারে PayGo চার্জ সর্বোচ্চ ৬.০৯ টাকা (ভ্যাট সহ) কাটা হবে, এরপর ডাটা বন্ধ হবে

এই আনলিমিটেড মেয়াদের ডাটা প্যাকের অব্যবহৃত ভলিউম ক্যারি ফরোয়ার্ড হবে না 


টেলিটক

রাষ্ট্রায়ত্ব টেলিটকের ১২৭ টাকায় ৬ জিবি ইন্টারনেট প্যাকেজে প্রতি জিবির দাম পড়বে ২১ টাকা এবং ৩০৯ টাকার ২৬ জিবির প্যাকেজে প্রতি জিবির দাম পড়বে ৯ টাকা।

>> ৬ জিবি @ ১২৭ টাকা (অফার পেতে রিচার্জ করুন ১২৭ টাকা ) 

>>  ২৬ জিবি @ ৩০৯ টাকা (অফার পেতে রিচার্জ করুন ৩০৯ টাকা)

মেয়াদ: আনলিমিটেড (২০৩৬ সাল)

কোন মন্তব্য নেই