বাধ্যতামূলকভাবে বিজ্ঞাপন দেখার ফিচার যুক্ত করছে ইউটিউব
![]() |
| বাধ্যতামূলকভাবে বিজ্ঞাপন দেখার ফিচার যুক্ত করছে ইউটিউব |
সম্প্রতি ইউটিউব ক্রিয়েটর ইনসাইড চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে গুগল
নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি জানায়, এ সপ্তাহ থেকে শুরু হবে ইউটিউবে নতুন
বিজ্ঞাপন দেখানো। ভিডিও নির্মাতারা তাদের ড্যাশবোর্ডে এ-সংক্রান্ত
নোটিফিকেশন পাবেন। ‘নন-স্কিপেবল’ বা সহজে এড়ানো যায় না, এমন বিজ্ঞাপনগুলো
ভিডিও নির্মাতারা তাদের চ্যানেলে চালু থাকা ভিডিওগুলোতে যুক্ত করতে পারবেন।
বর্তমানে ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়।
সেক্ষেত্রে দর্শক চাইলে ডান পাশে থাকা স্কিপ বাটনে ক্লিক করে বিজ্ঞাপন বন্ধ
করতে পারেন। তবে নতুন ফিচারটি চালু হলে পুরো বিজ্ঞাপনটি শেষ হলে ভিডিও
দেখা যাবে। এতে করে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের আয় বাড়লেও সাধারণ দর্শকদের
জন্য কিছুটা অসুবিধা হতে পারে।

কোন মন্তব্য নেই