বাংলাদেশে অফিস চালু করছে ইউটিউব: যে সব সুবিধা পাওয়া যাবে
বাংলাদেশে অফিস চালু করছে ইউটিউব: যে সব সুবিধা পাওয়া যাবে
আগামী
অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশে অফিস চালু করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম
ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউব। বাংলাদেশ হতে চলেছে বিশ্বের ৬১তম দেশ যেখানে
ইউটিউবের অফিস রয়েছে।
বাংলাদেশে ইউটিউবের ব্যবহারকারী বৃদ্ধি, চ্যানেলের সংখ্যা বৃদ্ধি, কন্টেন্ট বৃদ্ধি, ডিজিটাল বিপণনের বড় ক্ষেত্র তৈরি হওয়া ইত্যাদি বিষয় বিবেচনা করে ইউটিউব এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সরকারের সাথে বিস্তারিত আলোচনা করতে আগামী সপ্তাহে ইউটিউবের এক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে উল্লেখ করা হয়েছে বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে।
বাংলাদেশে ইউটিউবের ব্যবহারকারী বৃদ্ধি, চ্যানেলের সংখ্যা বৃদ্ধি, কন্টেন্ট বৃদ্ধি, ডিজিটাল বিপণনের বড় ক্ষেত্র তৈরি হওয়া ইত্যাদি বিষয় বিবেচনা করে ইউটিউব এই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে সরকারের সাথে বিস্তারিত আলোচনা করতে আগামী সপ্তাহে ইউটিউবের এক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে উল্লেখ করা হয়েছে বাংলা ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে।
- কনটেন্ট ফিল্টারিং ও কনটেন্ট প্রত্যাহার সহজ হবে।
- বিজ্ঞাপন দেওয়া সহজ হবে।
- সরাসরি ইউটিউবের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন চ্যানেলের মালিকরা।
- ইউটিউব চ্যানেলের মাধ্যমে আয় করা সহজ হবে।
- বাংলাদেশে ইউটিউবের বাজার আরো বড় হবে।
- ফ্রি লেন্সিংয়ের মাধ্যমে ইউটিউব সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ড থেকে আয় করা সহজ হবে।
- ইউটিউবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং সহজতর হবে।
- বেকার জনগোষ্ঠীর জন্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জাব্বার বলেন,
ঠিকমতো পরিচর্যা করা গেলে ইউটিউব বাংলাদেশের জন্য গোল্ড মাইন বা স্বর্ণ খনি
হয়ে উঠতে পারে।

কোন মন্তব্য নেই