বিক্রি হল লিটল বেবি বাম
অনেকটা শখের বশে লন্ডনের দিরেক ও ক্যানিচ হোল্ডার দম্পতি ‘লিটল বেবি বাম’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন।
ইউটিউব চ্যানেলটিতে মূলত থ্রিডি অ্যানিমেশনের ভিডিওর মাধ্যমে শিশুদের জন্য ছড়া ও গান দেখানো হয় বিভিন্ন ভাষায়।
এই চ্যানেলটি সম্প্রতি মুনবার্গ নামে একটি এজেন্সি কিনে নিয়েছে। কতো টাকার বিনিময়ে এই লেনদেন হয়েছে সে সম্পর্কে কোনো
তথ্য নির্দিষ্ট করে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, চ্যানেলটি কিনতে
মুনবার্গের ব্যয় হয়েছে ৮৫ লাখ মার্কিন ডলার।
এর জনপ্রিয়তার প্রাধান কারন, নার্সারি রাইম নিয়ে শিক্ষণীয় ও মজার সব
ভিডিও৷ ১৬ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে চ্যানেলটি
ইউটিউবে সবচেয়ে বেশি দেখা শীর্ষ নবম চ্যানেল। এই চ্যানেলে নার্সারির
বাচ্চাদের ছড়া নিয়ে ৫৪ মিনিটের একটি ভিডিও রয়েছে। যা দেখা হয়েছে দুইশ’ কোটি
বার। এটি ইউটিউবের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ভিডিওর তালিকায় শীর্ষ বিশে
রয়েছে।
ওয়াল্ট ডিজনির সাবেক কর্মী রিনি রেকটম্যান ও তার দুই সহকর্মী আলফ্রেড খাব ও জন রবসন মুনবার্গ এজন্সি প্রতিষ্ঠাতা । তারা নতুন এই এজেন্সি গড়ে তুলেছেন। ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই
চ্যানেলটি ক্রয় করা হয়েছে। তবে পরবর্তীতে কী কাজে ও নতুন কী ধরনের ভিডিও
দেয়া হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
Post Comment
কোন মন্তব্য নেই