­
ইউটিউবারদের আয় আরও বেড়ে গেছে - SM Creations

ইউটিউবারদের আয় আরও বেড়ে গেছে



ইউটিউবারদের আয় আরও বেড়ে গেছে

ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর দিয়েছে।
সেপ্টেম্বরের 2018 প্রথম সপ্তাহ থেকে ইউটিউব ভিডিওতে বাধ্যতামূলক বিজ্ঞাপনের পরিসর বাড়ানো হয়েছে। এতে বিজ্ঞাপনের ভিডিও দেখার সময় তা বন্ধ করা যাবে।
এছাড়া বিজ্ঞাপনের পরিমাণ বাড়ানো হবে। ফলে কনটেন্ট নির্মাতার আয় বাড়বে।
ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, প্ল্যাটফর্মটিতে নতুন একটি টুলও যোগ করা হচ্ছে। ইউটিউব পার্টনার প্রোগ্রামের কনটেন্ট নির্মাতাদের সবার কাছেই নতুন এই ফিচার পৌঁছাবে।
এ ছাড়া নতুন এই ফিচারের কারণে দর্শক সম্পৃক্ততা আর আয়ে কী প্রভাব পড়ছে তাও দেখা যাবে।
ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওতে বিজ্ঞাপন দেখানো হয়। চাইলে ডান পাশে থাকা স্কিপ বাটনে ক্লিক করে বিজ্ঞাপন বন্ধ করা যায়।
নতুন ফিচারটি চালু হলে বিজ্ঞাপনটি বন্ধ করা যাবে। পুরো বিজ্ঞাপনটি শেষ হলে ভিডিও দেখা যাবে। এতে করে ইউটিউব কনটেন্ট নির্মাতাদের আয় বাড়লেও সাধারণ দর্শকদের জন্য কিছুটা অসুবিধা হতে পারে। যদি তাই হয় তবে টেলিভিশনের মতই বিজ্ঞাপন দেখতে হবে ইউটিউবে।

কোন মন্তব্য নেই