‘মিশন এক্সট্রিম’ নিয়ে আসছেন আরেফিন শুভ
এবার দ্বিতীয় পুলিশ কাহীনি ভিত্তিক চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম’ এর প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এসময়ের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভ। কিন্তু এবারের ছবিতে পরিবর্তন হয়েছে পরিচালক। মিশন এক্সট্রিম পরিচালনা করবেন ফয়সাল আহমেদ। তিনি ঢাকা অ্যাটাক ছবির প্রধান সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শুভ বলেন ‘প্রায় একসপ্তাহ আগে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি।
ঢাকা অ্যাটাকের মতো এটিও পুলিশি ছবি। একই টিমের হলেও এরগল্প ও চিত্রনাট্যের সঙ্গে ঢাকা অ্যাটাকের কোন মিল নেই। নতুন কিছু থাকবে এতে। ছবিটির জন্য ছয় মাসেরও বেশি সময় ধরে নিজেকে প্রস্তত করছি। আশা করি ভালো কিছুই হবে’। ‘ঢাকা অ্যাটাক এর মত এ ছবির কাহিনীকার সানী সানোয়ার, তিনি পুলিশের স্পেশাল ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য নতুন ছবিটি নিয়ে তিনি বলেন, ‘পেশাগত জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছি আমি। সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ সদস্যদের পেশাদারত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। ঢাকা অ্যাটাকের মতো এই ছবিটিতেও আমাদের নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যথাযথভাবে প্রতিফলন ঘটবে বলে আমাদের বিশ্বাস।’
ইতোমধ্যে মিশন এক্সট্রিম এর চিত্রনাট্য শেষ হয়েছে বলে জানিয়েছেন সানী সানোয়ার। এখন চলছে কলাকুশলী নির্বাচনের কাজ।
আপাতত শুভকেই চূড়ান্ত করা হয়েছে। ঢাকা অ্যাটাক ছবিতে বোমা নিষ্ক্রিয় দলের প্রধানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
মিশন এক্সট্রিম-এ তাকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে।
শুভ বলেন, ঢাকা অ্যাটাক পরিচালনা করেছিলেন দীপঙ্কর দীপক।কপ ক্রিয়েশন প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে ২০১৯ সালের মার্চে।
ঢাকা অ্যাটাকের মতো এটিও পুলিশি ছবি। একই টিমের হলেও এরগল্প ও চিত্রনাট্যের সঙ্গে ঢাকা অ্যাটাকের কোন মিল নেই। নতুন কিছু থাকবে এতে। ছবিটির জন্য ছয় মাসেরও বেশি সময় ধরে নিজেকে প্রস্তত করছি। আশা করি ভালো কিছুই হবে’। ‘ঢাকা অ্যাটাক এর মত এ ছবির কাহিনীকার সানী সানোয়ার, তিনি পুলিশের স্পেশাল ফোর্সের একজন অভিজ্ঞ সদস্য নতুন ছবিটি নিয়ে তিনি বলেন, ‘পেশাগত জীবনের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার কাহিনী লিখেছি আমি। সিনেমাটি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হবে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেশাল পুলিশ সদস্যদের পেশাদারত্ব, ত্যাগ, সাহসিকতা এবং সাফল্যের ওপর ভিত্তি করে অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে। ঢাকা অ্যাটাকের মতো এই ছবিটিতেও আমাদের নিজস্ব সংস্কৃতি এবং সামাজিক বাস্তবতার যথাযথভাবে প্রতিফলন ঘটবে বলে আমাদের বিশ্বাস।’
ইতোমধ্যে মিশন এক্সট্রিম এর চিত্রনাট্য শেষ হয়েছে বলে জানিয়েছেন সানী সানোয়ার। এখন চলছে কলাকুশলী নির্বাচনের কাজ।
আপাতত শুভকেই চূড়ান্ত করা হয়েছে। ঢাকা অ্যাটাক ছবিতে বোমা নিষ্ক্রিয় দলের প্রধানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
মিশন এক্সট্রিম-এ তাকে পুলিশের স্পেশাল ফোর্সের একজন চৌকস, সাহসী অফিসারের ভূমিকায় দেখা যাবে।
শুভ বলেন, ঢাকা অ্যাটাক পরিচালনা করেছিলেন দীপঙ্কর দীপক।কপ ক্রিয়েশন প্রযোজিত ছবিটির শুটিং শুরু হবে ২০১৯ সালের মার্চে।

কোন মন্তব্য নেই