সর্বশেষ

স্যামসংয়ের আনছে ১২ ফুট চওড়া টিভি! দাম কত হতে পারে?

barcroft tv,video,cassini grand finale video,four foot long cat,prank video,funny video,advexon tv,science,tv,80 inch tv,lg laser tv,4 foot long cat,360 video,360 vr video,360 video space,laser tv,large tv,giant,create,review,screen,edition,education,funny,educational,medical school videos,barcroft animals,gadget,amazing,computer,tutorial,amazing stories,led tv,top rated tv shows 1950 to 2012,mythbusters
১২ ফুট চওড়া টিভি! হ্যা, এই মাপের এলইডি টিভি আনছে স্যামসং। এতদিন আমরা ইঞ্চি হিসেব করেই টিভি কিনতাম, এবার মনে হচ্ছে এই ই্ঞ্চির দিন শেষ।
স্যামসংয়ের তরফে জানানো হয়েছে ১২ ফুট চওড়া বিরাট এই টিভিটির নাম ‘দ্য ওয়াল’। স্যামসং চায় একে টিভি না বলে ডিসপ্লে বা স্ক্রিন বলা হোক। তবে শুধু আকারই যে এর ইউএসপি, এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। আপনার সাধের মোবাইলে যা যা সুবিধা উপভোগ করেন, এই ডিসপ্লে-তেও সেসব ফিচারই রয়েছে। শুধু পার্থক্য একটাই। স্মার্টফোনের মতো একে সঙ্গে নিয়ে ঘোরা যাবে না। বাড়ির দেওয়ালে যাতে একদম ঠিকভাবে এটি ফিট করে যায় তার জন্য এর ঘনত্ব যথাসম্ভব পাতলা করারই চেষ্টা করেছে কোম্পানি। স্যামসংয়ের তরফে জানানো হয়েছে, মাত্র ৩০ মিলিমিটার পুরু এই ডিসপ্লে।
গত জানুয়ারিতে লাস ভেগাসে আত্মপ্রকাশ করে ‘দ্য ওয়াল’। তারপরই ৬৫ ইঞ্চি এলজি টিভির সঙ্গে জোর লড়াই শুরু হয়ে যায় এই নেক্সট জেনারেশন টিভি সেটের। এর ডিসপ্লেতেই প্রথমবার ব্যবহৃত হল মাইক্রো এলইডি। 
এই টিভির আকার ইচ্ছেমত ছোট বা বড় করে নেওয়া সম্ভব। এর ব্রাইটনেস ও পিকচার কোয়ালিটি এবং ভলিউম এতটাই উন্নতমানের, যে এই টিভিতে একবার কিছু দেখলে আর অন্য টিভি দেখতে মন চাইবে না। টিভিটি এমনভাবে তৈরি যাতে আপনার ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত না পড়ে। সব ঠিকঠাক থাকলে বিশ্বের বাজারে আগামী বছরই ইনিংস শুরু করবে ‘দ্য ওয়াল’। কিন্তু আসল প্রশ্নটি তো থেকেই গেল। দুর্দান্ত ফিচারযুক্ত বিশালায়তন সেটটির মূল্য কত হবে? না, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কোম্পানি। শুধু বলেছে, আপনার আন্দাজের থেকে নাকি অনেকখানি কম দামেই কিনে ফেলা যাবে এই সেট। তবে হ্যাঁ, আপনার ঘরের মাপ কিন্তু বড় হওয়া চাই-ই চাই।
সুত্র: মেইল
 

কোন মন্তব্য নেই