সর্বশেষ

টান টান উত্তেজনার ম্যাচে খুলনা টাইটানস কে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কঠিন জয়



প্রথমে কুমিল্লা ভিক্টোরিয়ানস টসে জিতে খুলনাকে ব্যাটিং এ পাঠায়। ব্যাটিং এ নেমে দলীয় ২ রানের মাথায় ০ রানে জুহুরুল ইসলাম কে হারিয়ে চাপে পরে খুলনা। এরপর জুনায়েদ সিদ্দিকি ও আল-আমিনের হাস্যজ্জ্বল ব্যাটিং এ রানের চাকা বেশ গতিময় হয়। ভালই খেলছিলেন এই দুজন। কিন্তু দলীয় ৭৩ রানের মাথায় আফ্রিদীর শিকার হন আল-আমিন, তিনি ১৯ বলে ৩২ রান করেন। এবার অধিনায়কের পালা। মাহমুদুল্লাহ ব্যাটিং এ নেমে মাত্র ১৬ রান যোগ করে আফ্রিদীর দ্বিতীয় শিকার হরে প্যাভিলিয়নে ফিরে গেলেন। কিন্তু জুনায়েদের ব্যাট কুমিল্লার বোলারদেরকে রক্তচক্ষু দেখিয়ে তুলে নিলেন তার কাঙ্খিত অর্ধশতক।
দলীয় ১৪৫ রানে রান আউটের শিকার হন জুনায়েদ। পরপর আরও দুই উইকেটের পতন হয়, আফ্রিদী একাই নেন ৩ উইকেট।
শেষ পর্যন্ত খুলনা ৭ উইকেটে ১৮১ রান করতে সক্ষম হয়।
দ্বিতীয় ইনিংসে ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালই জবাব দিচ্ছে কুমিল্লা। সর্বশেষ বিুম বুম আফ্রিদীর ছক্কা দিয়ে জয়ে কাছাকাছি চলে এসেছে কুমিল্লা।  মাঝে পরপর ২টি উকেটের পতন হলে টান টান উত্তেজনার মাঝে থিসারা পেরেরা ৪ ও ছক্কা হকিয়ে কুমিল্লাকে জিতিয়ে দেন। 
স্কোর:
খুলনা টাইটানস :  ১৮১/৭ ওভার: ২০
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: (ব্যাটিং):  ১৮৬/৭ ওভার: ১৯.৪
ফলাফল: কুমিল্লা ভিক্টোরিয়ানস ৩ উইকেটে জয়ী।
ম্যান অফ দ্যা ম্যাচ: 



আরও দেখুন:
বিপিএল ২০১৯ এর সাত দল

কোন মন্তব্য নেই