সর্বশেষ

শাহরুখ ও সালমান আবার একসাথে

আবারও একসঙ্গে এক ছবিতে অভিনয় করতে দেখা যাবে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানকে। এ দুই তারকাকে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড় করাবেন আরেক ভারতীয় জনপ্রিয় পরিচালক সঞ্জয়লীলা বানশালি।
পরিচালকের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। পদ্মাবতের পর আবারও বিগ বাজেটের ছবি নির্মাণ করতে যাচ্ছেন বানশালি। দুই বন্ধুর গল্প নিয়ে তৈরি হবে এ ছবি। বন্ধুত্ব কীভাবে শত্রুতায় পরিণত হয়, তারপর ফের শত্রু নিধনে তারা একত্র হন, সেই কাহিনীই তুলে ধরবে এ ছবি। আর এতেই দুই বন্ধুর চরিত্রে দেখা যাবে শাহরুখ ও সালমানকে।
যদিও শাহরুখ খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘জিরো’তে সালমানকেও কোমর দোলাতে দেখা গেছে। তবে সেটা ছিল ক্ষণিকের উপস্থিতি। তবে এরই মধ্যে ছবির গল্প নিয়ে গুঞ্জন উঠেছে। আরেক ভারতীয় পরিচালক সুভাষ ঘাইয়ের ‘সওদাগর’ ছবির গল্পও ছিল অনেকটা এরকম। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে বানশালি নিজের ছবি বানাচ্ছেন কিনা সেটা স্পষ্ট করে বলেননি। এটুকু জানিয়েছেন, গল্প কখনও এক হবে না।
গণমাধ্যমে খবর প্রকাশ হলেও একসঙ্গে কাজ করার ব্যাপারে সঞ্জয়লীলা বানশালি কিংবা শাহরুখ ও সালমান খান কোনো মন্তব্য করেননি। তবে বানশালির এ প্রচেষ্টা যদি স্বার্থক হয় তাহলে ২০০২ সালে মুক্তি পাওয়া ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর পর আবারও দুই খানকে একসঙ্গে দেখতে পাবেন সিনেপ্রেমীরা।

কোন মন্তব্য নেই