সর্বশেষ

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকির আহমেদের সিনেমা ‘ফাগুন হাওয়ায়’

‘ফাগুন হাওয়ায়’ চলচ্চিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি।  সিনেমাটি সারা দেশে মোট ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমাটি।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। শুধু বাংলাদেশের কলাকুশলী নয় থাকছেন বলিউডের ‘লগান’ সিনেমাখ্যাত অভিনেতা যশপাল শর্মা। সিনেমায় তাকে পাকিস্তানি পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে ১৯৫২ সালের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে বেছে নেওয়া হয়েছে পাইকগাছার প্রায় শতবর্ষী কিছু পুরোনো ভবন। আছে কপোতাক্ষ নদ। এর মধ্যে ছিল রাড়ুলী গ্রামে ১০০ বছরের বেশি পুরোনো প্রফুল্লচন্দ্র রায় (পিসি রায়) প্রতিষ্ঠিত হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের একটি ভবন। এর ৯০ শতাংশ শুটিং পাইকগাছা এলাকায় করা হয়েছে বলে জানা যায়।

সিনেমাটির টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র।

কোন মন্তব্য নেই