সাব্বিরের বীরোচিত সেঞ্চুরিও জেতাতে পারলনা বাংলাদেশকে
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: তৃতীয় এক দিনের ম্যাচ
প্রথম দুট ম্যাচের মত তৃতীয় ম্যাচেটিও বাংলাদেশের দর্শকদের মনে ব্যাথার কারণ হয়ে দাড়াল, শুধু ব্যাতিক্রম রইল সাব্বির রহমান।
ম্যাচের শুরুতে জয় আসে বাংলাদেশের, অর্থাৎ টস জয়। টস জিতে বাংলাদেশ ফিল্ডিং এর সিদ্ধান্ত ন্যায়।
ব্যাটিং এ নেমে প্রথম সারির ব্যাসম্যানরা বেশ ভাল সূচনা করেছিল। ৫০ ওভার শেষে ৩৩০ রানের বিশাল রানের পাহাড় সংগ্রহ করে, এতে তারা খরচ করেছে মাত্র ৬ উইকেট।
বাংলাদেশের সামনে টার্গেট বিশাল। তাই শুরু থেকেই চেষ্টা ছিল সতর্কতার সাথে এগিয়ে জাওয়া, কিন্তু শুরুতেই বেসামাল, রানের খাতা না খুলতেই আউট হয়ে যান তামিম ও সৌম্য। লিটন আউট হন ১ রানে।
এরপর শুধুই আসা যাওয়ার খেলা চলতে থাকে।
তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম ছিলেন সাব্বির রহমান। মাটি কামড়ে লড়তে থাকেন তিনি। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আউট হতে থাকলেও বুক চিতিয়ে লড়াই করেন এ তরুণ। ফিফটি তুলে দ্রুত এগিয়ে যান সেঞ্চুরির পথে। অবশেষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থেকে সেঞ্চুরি করেই ছাড়েন। কিন্তু শেষ পর্যন্ত ৪৭.২ ওভারেই ২৪২ রান করে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
স্কোর
|
||
রান
|
ওভার
|
|
নিউজিল্যান্ড
|
৩৩০/৬
|
৫০
|
বাংলাদেশ
|
২৪২/১০
|
৪৭.২
|
ফলাফল
|
নিউজিল্যান্ড ৮৮ রানে জয়ী
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
টিম সাউদি
|
|

কোন মন্তব্য নেই