সর্বশেষ

৩.২ ওভারেই এক দিনের ক্রিকেট ম্যাচ শেষ!

স্কটল্যান্ড বনাম ওমান
৩.২ ওভারেই এক দিনের ক্রিকেট ম্যাচ শেষ!
হ্যা, ঘটনা টি সত্য।
৫০ ওভারের অর্থাৎ ৩০০ বলের ম্যাচে টার্গেটে খেলতে নেমে মাত্র ২০ বল খেলেই জয়! স্কটল্যান্ড এবং ওমানের মধ্যকার লিস্ট এ  ম্যাচে এমনটাই ঘটেছে।
প্রথমে ওমান ব্যাটিং এ নেমে সব উইকেট হারিয়ে মাত্র ২৪ রানে আউট হয়ে যায়, এতে তারা খরচ করতে পারে মাত্র ১৭.১ ওভার।  ওমান ব্যাটিং শিবিরে ধস নামান মূলত স্মিথ ও অ্যাড্রিয়ান নিল, তারা দুজনেই নেন ৪ টি করে উইকেট।
এরপরে, স্কটল্যান্ড ব্যাটিং এ নেমে মাত্র ৩.১ ওভারে ২৬ রান করে সহস জয় তুলে নেয়।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে। লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে সর্বনিম্ন স্কোরের দিক দিয়ে এটা চতুর্থ।

২৮০ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্কটল্যান্ড। ১০০ ওভারের ম্যাচটিতে খেলা হয় মাত্র ২০ ওভার। এ ম্যাচে ওমানে মাত্র একজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছান। কাহার আলী ওয়ান ডাউনে নেমে ১৫ রান করেছিলেন। বাকি ১০ জনের ব্যাট থেকে আসে ৯ রান। পাঁচজন ব্যাটসম্যান আউট হয়ে ফিরে যান কোনো রান না করেই।

স্কোর

রান
ওভার
ওমান
২৪/১০
১৭.১
স্কটল্যান্ড
২৬/০
৩.২
ফলাফল
স্কটল্যান্ড ১০ উইকেটে জয়ী

কোন মন্তব্য নেই