­
তামিমের সেঞ্চুরির দিনেও দিনটা নিউজিল্যান্ডের - SM Creations

তামিমের সেঞ্চুরির দিনেও দিনটা নিউজিল্যান্ডের

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ১ম টেষ্ট
দিনটা ভালই শুরু করেছিল বাংলাদেশ। বিশেষ করে তামিমের জন্যই দিনটা আরও অনন্য হয়ে উঠতে পারত।
শুরুতে টস হেরে ব্যাটিং এ নেমে বাংলাদেশ দলের ওপেনার তামিম পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তারপরও ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। 
সাকিব আর মুশফিককে ছাড়া মাঠে নেমে শুরুটা ভালই করেছিল বংলাদেশ। তবে শুরুর দুই উইকেট হারানোর পর পথ হারায় দল। সেঞ্চুরি করে তামিম আউট হওয়ার পর বিপদ আরও বাড়ে দলের। টপ-মিডল অর্ডার কিংবা লোয়ার অর্ডারের অন্যরা সুবিধা করতে পারেননি।
দলের হয়ে ওয়ানডে মেজাজে খেলা তামিম ইকবাল ১২৮ বলে ১২৬ রান করে আউট হন। তিনি ২১ চার ও এক ছক্কায় সাজান তার ইনিংস। তার সঙ্গে থাকা মুমিনুল হক ১২ রানে ফিরে যান। 
সৌম্য সরকার এর পরে ফেরেন ১ রান করে। এরপর মাহমুদুল্লাহ ২২ রানে ও মেহেদি মিরাজ ১০ রান করে। লিটন দাস শেষ ব্যাটসম্যান হিসেবে ২৯ রান করে আউট হন। নিউজিল্যান্ডের হয়ে নেইল ওয়াগনার ৫ উইকেট নেন। সাউদি নেন তিন উইকেট।
পরে কোন উইকেট না হারিয়ে ৮৬ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। প্রথম ইনিংসে তারা পিছিয়ে আছে মোটে ১৪৮ রানে।
স্কোর
দিন-১
রান
ওভার
বাংলাদেশ
২৩৪/১০
৫৯.২
নিউজিল্যান্ড
৮৬*/০
২৮

কোন মন্তব্য নেই