জোড়া শতকে দিনটাই নিউজিল্যাল্ডের
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ১ম টেষ্ট: ২য় দিন
দিনের শুরুতে জানান দিচ্ছিল আজ সারা দিনটাই নিউজিল্যাল্ডের। তাই যথারীতি ব্যাটিং এর বুলড্রোজার চালাল বাংলাদেশের বোলারদের ওপর, ফলাফল রানের পাহাড়।হ্যামিল্টনের মাঠে বাংলাদেশের বোলাররা কোন রকম প্রভাবই ফেলতে পারলনা। দুই কিউই ওপেনার দারুণ দুই সেঞ্চুরি তুলে নেন । দ্বিতীয় দিন শেষে সেঞ্চুরির দারপ্রান্তে উইলিয়ামসন। বলা বাহুল্য ম্যাচটি এখন নিউজিল্যান্ডের দিকে হেলে পরেছে।
বাংলাদেশ কিউইদের প্রথম ইনিংসে ভালো বোলিং করতে পারেনি। বিশেষ করে দলের চার বিশেষজ্ঞ বোলারের মধ্যে কেবল মিরাজ শেষদিকে একটি উইকেট নিয়েছেন। বিশেষজ্ঞ পেসাররা নিতে পারেননি কোন উইকেট। দুটি উইকেট নিয়েছেন পার্টটাইম বোলার সৌম্য সরকার। এছাড়া বাংলাদেশ অধিনায়কের দায়িত্বপালন করা মাহমুদুল্লাহ নিয়েছেন একটি উইকেট।
স্কোর
|
||
দিন-২
|
রান
|
ওভার
|
বাংলাদেশ
|
২৩৪/১০
|
৫৯.২
|
নিউজিল্যান্ড
|
৪৫১*/৪
|
১১৮
|
Post Comment
কোন মন্তব্য নেই