­
আবারো ইনিংস ব্যবধানে পরাজয়! - SM Creations

আবারো ইনিংস ব্যবধানে পরাজয়!

বৃষ্টির আশির্বাদ হয়ে আসতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু সে আশা গুড়েবালি। ১২ রান ও ইনিংসে হারের লজ্জায় ডুবলো স্টিভ রোডসের শিষ্যদের।
প্রথম ইনিংসে ব্যাট করে বাংলাদেশ ২১১ রানে অলআউট হয়। দুই ওপেনার তামিম-সাদমান পড়েন ৭৫ রানের জুটি। তারপরও ব্যাটিং বিপর্যয় হয় দলের। তামিম ৭৪, সাদমান ২৭ এবং লিটন ৩০ রান করে আউট হন।  পরে অবশ্য বাংলাদেশ শুরুর ৮ রানে নিউজিল্যান্ডের দুই ওপেনারকে তুলে নেন। কিন্তু রস টেইলরের (২০০) ডাবল সেঞ্চুরি বাংলাদেশ দলের বোলারদের আর ঘুরে দাঁড়াতে দেয়নি। সঙ্গে হেনরি নিকোলাস সেঞ্চুরি করে আউট হন। কিউইরা ৬ উইকেটে ৪৩২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে। লিড দেয় ২২১ রানের।

দ্বিতীয় ইনিংসে মুস্তাফিজ করেন মাত্র ১৬ রান। মারেন দুটি ছক্কা। সঙ্গে মাহমুদুল্লাহ ফিফটি করে ক্রিজে থাকায় বড় লজ্জা থেকে রেহায় পাওয়ার পথ তৈরি হয়। কিন্তু ফিজ ২০৩ এবং মাহমুদুল্লাহ ব্যক্তিগত ৬৭ রানে দলের ২০৯ রানে আউট হন। নবম উইকেটের পতন হয় দলের। ওই ২০৯ রানেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংস থেকে দুই রান কম তুলে আউট হয় দল।


স্কোর
১ম ইনিংস
রান
ওভার
বাংলাদেশ
২১১/১০
৬১
নিউজিল্যান্ড
৪৩২*/৬
৮৪.৫
২য় ইনিংস


বাংলাদেশ
২০৯/১০
৫৬
ফলাফল
নিউজিল্যান্ড ইনিংস ও ১২ রানে জয়ী
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
রস টেইলর
আরও পড়ুন:

ওয়েলিংটনে প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল

কোন মন্তব্য নেই