ওয়েলিংটনে প্রথম দিন বৃষ্টিতে ভেসে গেল
ওয়েলিংটনে ভোর ছয়টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বৃষ্টির কারণে বিলম্ব হয় টসে। মাঠের অবস্থাও খুব একটা আশার কথা বলছিল না। গাঙচিলের দল খেলছে। টস হতে আরও কিছু সময় লাগবে এই ছিল ধারণা।
কিন্তু বেসিন রিজার্ভে প্রথম দিনের পুরোটা বৃষ্টির কারণে ভেসে গেল। কোন বল মাঠে গড়ানো তো দূরে থাক। টসও হয়নি। কিউই সময় দুপুর নাগাদ প্রথম দিনের খেলা বাতিল করেছেন দুই আম্পায়ার। তখনও ঝরছে বৃষ্টি। এটা পুষিতে নিতে দ্বিতীয় দিন আধ-ঘন্টা আগে শুরু হবে ম্যাচ।
দ্বিতীয় টেস্টে মুস্তাফিজুর রহমানের ফেরার কথা বাংলাদেশ দলে। মাহমুদুল্লাহ যদি টস জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেন তবে দল চেয়ে থাকবে তার দিকে। এছাড়া প্রথম টেস্টের মতো তিন পেসার নিয়েই তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু করবে বাংলাদেশ দল।
Post Comment
কোন মন্তব্য নেই