সর্বশেষ

দুর্দান্ত দুটি সেঞ্চুরি তারপরও ইনিংস হার বাংলাদেশের

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ১ম টেষ্ট:
শেষ রক্ষা হলনা। 
বাংলাদেশী ব্যাটসম্যানদের রান খড়া কাটিয়ে সৌম্য ও মাহমুদুল্লার সেঞ্চুরি, তারপরও ইনিংস হার।
নিউজিল্যান্ড ৬ উইকেটে ৭১৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৪ রানে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। ইনিংস হার এড়াতে তখনো ৩০৭ রান দরকার বাংলাদেশের। কিন্তু মাহমুদউল্লাহ ও সৌম্যও জাগানো সম্ভাবনাটা মূলত ১৬ রানে ৩ উইকেট হারিয়ে শেষ হয়ে যায়।

স্কোর
১ম ইনিংস
রান
ওভার
বাংলাদেশ
২৩৪/১০
৫৯.২
নিউজিল্যান্ড
৭১৫*/৪
১৬৩
২য় ইনিংস


বাংলাদেশ
৪২৯/১০
১০৩
ফলাফল
নিউজিল্যান্ড ইনিংস ও ৫২ রানে জয়ী
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
কেন উইলিয়ামসন

কোন মন্তব্য নেই