মহেশ বাবু ভারতের তেলেগু ছবির অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার জনপ্রিয়তা আকাশচুম্বি। 'ভারত' ছবির সাফল্যর পর নতুন ছবির কাজ শুরু করেছেন তিনি। এরইমধ্যে হলিউডে কাজের প্রস্তাব পেয়েছেন মহেশ বাবু বলে খবর রটেছে।
জি-নিউজ জানায়, এবার মহেশবাবুর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন খোদ হলিউড অভিনেতা তথা ফিল্ম নির্মাতা বিল ডিউক। প্রিডেটর, এক্সিট উনড, কমান্ডোর মতো জনপ্রিয় হলিউড ছবিতে কাজ করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি।
মহেশবাবুকে নিয়ে বিল ডিউক একটি 'স্পাই থ্রিলার' বানানোর আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। সম্প্রতি টুইট করে সেই ইচ্ছা প্রকাশ করেছেন বিল ডিউক নিজেই।
মহেশবাবু ও পরিচালক ভামসি পায়দিপল্লীর উদ্দেশ্য তিনি লিখেছেন, অভিনেতা যখন লস অ্যাঞ্জেলসে যাবেন তখন তিনি তার সঙ্গে স্পাই মুভির বিষয়ে আলোচনা করতে চান। বিল ডিউকের এই টুইট তৎক্ষনাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
মহেশ বাবু এবার যাচ্ছেন হলিউডে
Reviewed by SM
on
মে ০১, ২০১৯
Rating: 5
Post Comment
কোন মন্তব্য নেই