­
গুগলেও থানোসের হামলা! - SM Creations

গুগলেও থানোসের হামলা!

বিশ্বজুড়ে চলছে অ্যাভেঞ্জার্স তান্ডব। মার্ভেলের সর্বশেষ মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স “এন্ডগেম” যেন সব রেকর্ড মুছে দিয়ে নতুন সব রেকর্ড গড়ছে। আর এই রেকর্ড মুছে যাওয়ার প্রভাব পরেছে সার্চ জায়ান্ট গুগলেও।  সুপার ভিলেন থানোসের এক চুটকিতে একে একে মুছে যাচ্ছে সব সার্চ রেজাল্ট। যেমনটি দেখা গিয়েছিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে। ব্রহ্মাণ্ডের অর্ধেক জনসংখ্যা মুছে দিতে ইনফিনিটি স্টোন ব্যবহার করেছিল থানোস। তাতে ডক্টর স্ট্রেঞ্জ থেকে পিটার পার্কার চোখের সামনে ডুবে গিয়েছিল একের পর এক সুপারহিরো। সেই অবস্থা এবার গুগলেরও।

‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। সে কথা মাথায় রেখেই এই নয়া চমক গুগলের, যাতে ইংরেজিতে থানোস লিখে সার্চ করলে সেই সংক্রান্ত সমস্ত তথ্য উঠে আসবে। সেই সঙ্গে মোবাইল বা কম্পিউটার স্ক্রিনের ডানদিকে ফুটে উঠবে ইনফিনিটি স্টোন খচিত থানোসের সোনালি রঙের ধাতব দস্তানা।

ওই দস্তানার উপর ক্লিক করলেই হল। থানোসের চুটকিতে একে একে সব সার্চ রেজাল্ট মুছে যেতে শুরু করবে। তবে মুছে যাওয়া সব কিছু ফিরিয়ে আনার ব্যবস্থাও রয়েছে। সে ক্ষেত্রে দস্তানার উপর দ্বিতীয় বার ক্লিক করতে হবে। তা হলেই টাইম স্টোন ব্যবহার করে ফের সব কিছু রিস্টোর করে দেবে থানোস।

গুগল বিশেষ দিনগুলিতে নানা রকমের ডুডল এমনিতেই তৈরি করে। এ ছাড়াও নানা ধরনের চমক রয়েছে তাদের ঝুলিতে। যেমন, ইংরেজিতে ‘do a barrel roll’ লিখে সার্চ দিলে সার্চ রেজাল্ট সহ পাতাটি ৩৬০ ডিগ্রি ঘুরে ফের সোজা হয়ে যাবে। ভিডিও গেমসের শখ থাকলে ‘zerg rush’ লিখে সার্চ দিলে পাতার উপর নেমে আসবে অজস্র ছোট হাতের ‘o’। মাউস নিয়ে সেগুলির উপর ক্লিক না করতে পারলে সমস্ত সার্চ রেজাল্ট মুছে যাবে। তাই থানোসকে নিয়ে তাদের এই চমক নজর কেড়েছে মার্ভেলপ্রেমীদের।
তো একবার Thanos এবং zero rush গুগলে সার্চ দিয়েই দেখুন, অনেক মজা পাবে নিশ্চিত।

কোন মন্তব্য নেই