সর্বশেষ

পরিনত বাংলাদেশের অসাধারণ জয়


আর কি বা বলার আছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশকে নিয়ে ক্রিকেট বিশ্বের অনেক নামজাদা খেলোয়াড় অনেক কথা বলেছিলেন, আজ তার যোগ্য জবাব দিয়ে দিল টিম টাইগার। এ হল সেই বাংলাদেশ যে মাথা উঁচু করে হুংকার দিয়ে জানিয়ে দিচ্ছে বিশ্বকাপ আসছে। আমরা ছেড়ে দেবার পাত্র নই। আমরাও বিশ্বকাপের শক্ত দাবিদার।




অভিনন্দন বাংলাদেশ। অসাধারণ জয়। অপরাজিত চ্যাম্পিয়ান
এই জয় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম জয়।
প্রথমে টসে জিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায়। দূর্দান্ত সূচনা করেন সাই হোপ ও সুনিল অ্যাম্ব্রিস। দুজনেই সহযে অর্ধশতক তুলে নেন বাংলাদেশী বোলার ঘাম ঝড়িয়ে।





স্কোর

রান
ওভার
ওয়েস্ট ইন্ডিজ
১৫২/১
২৪
বাংলাদেশ
২১৩/৫
২২.৫
ফলাফল
বাংলাদেশ ৫ উইকেটে জয়ী (৭ বল বাকি)ডিএল মেথড
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
মোসাদ্দেক হোসেইন

================================================= সব তথ্য এক জায়গায় পেতে ভিজিট করুন: http://www.bdinfo360.com/ =================================================

কোন মন্তব্য নেই