সর্বশেষ

৩৩০ রানের বিশাল রানের পাহাড় দক্ষিণ আফ্রিকার সামনে



২০১৯ বিশ্বকাপে আলোচনায় ছিল এশিয়া। কিন্তু শুরুটা এশিয়ার জন্য ভাল হয়ে উঠতে পারে নি। পাকিস্তান এবং শ্রীলংকা যেভাবে এশিয়ার সম্মান ডুবিয়েছে, সেখানে আফগানিস্তান ২০০ রান পেড়িয়ে কিছুটা সম্মান রক্ষা করতে পেরেছিল। ভয়টা ছিল বাংলাদেশকে নিয়ে। কিন্তু সকল শঙ্কা কাটিয়ে দূর্দান্ত সূচনা বাংলাদেশের।
প্রথমে দক্ষিণ আফ্রিকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। এখন পর্যন্ত প্রথমে বোলিং নিয়েই বেশি সফলতা পেয়েছে দলগুলো, সেকারনেই হয়ত দক্ষিণ আফ্রিকাও সুযোগটা নিয়েছে। কিন্তু সফল হতে পারেনি। প্রথম থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর চড়াও হন তামি এবং সৌম্য। সৌম্য ঝড়ে বোলাররা যেন দিশেহারা, তামিম তার শান্ত সমর্থন দিচ্ছিলেন। দলীয় ৬০ রানের মাথায় আউট হন তামিম। কিন্তু সৌম্য যেন থামছিলেন না।
একে একে সকলের দারুণ ব্যাটিং এর ফল ৩৩০ রানের বিশাল পাহাড়। এখন অপেক্ষ সুন্দর বোলিং দেখার অপেক্ষায়।

বাংলাদেশ স্কোর

রান
বল
চার
ছয়
স্ট্রাইক রেট
তামিম ইকবাল
১৬
২৯
৫৫.১৭
সৌম্য সরকার
৪২
৩০
১৪০
সাকিব আল  হাসান
৭৫
৮৪
৮৯.২৯
মুশফিকুর রহিম
৭৮
৮০
৯৭
মোহাম্মদ মিঠুন
২১
২১
১০০
মাহমুদুল্লাহ
৪৬*
৩৩
১৩৯.৩৯
মোছাদ্দেক
২৬
২০
১৩০
মেহেদি
১৬৬.৬৬


স্কোর

রান
ওভার
বাংলাদেশ
৩৩০/৬
৫০
দক্ষিণ আফ্রিকা
৩০৯/৮
৫০
ফলাফল
বাংলাদেশ ২১ রানে জয়ী
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
সাকিব আল হাসান

আরও দেখুন:

কোন মন্তব্য নেই