কম বাজেটের সেরা ফোন শাওমি রেডমি ওয়াই৩
![]() |
শাওমি রেডমি ওয়াই ৩ |
বিশ্ববিখ্যাত ব্র্যান্ড শাওমি, বাংলাদেশের বাজারে আজ ৩২ মেগাপিক্সেল ক্যামেরা সম্পন্ন স্মার্টফোন রেডমি ওয়াই৩ নিয়ে এসেছে, যেটি রেডমি ওয়াই সিরিজে প্রথমবারের মতো নিয়ে এসেছে ক্রিও আর্কিটেকচার।
এ বিষয়ে শাওমির ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এর হেড অব অভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, আমরা ৩২ মেগাপিক্সেল সুপার সেলফি ক্যামেরা সম্পন্ন সম্পূর্ণ নতুন এই রেডমি ওয়াই৩ আনতে পেরে খুবই আনন্দিত, যা আমাদের ভক্তদেরকে দেবে সেলফি তোলার এক অনন্য অভিজ্ঞতা। অসাধারণ অরা প্রিজম ডিজাইনে গঠিত এই রেডমি ওয়াই৩ আমাদের পূর্বের উদ্ভাবনগুলো থেকে অনেক উন্নত। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২ দ্বারা চালিত এবং শ
ক্তিশালী ৪০০০ এমএএইচ ব্যাটারিসম্পন্ন এই স্মার্টফোনটি সত্যিকার অর্থেই ‘অনেস্ট প্রাইসে’ গ্রাহকদের কাছে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে।
রেডমি নোট ৭ সিরিজের জন্য প্রথম উদ্ভাবিত অরা ডিজাইন, রেডমি ওয়াই৩-তে অরা প্রিজম নামে আরো উন্নতভাবে যুক্ত হয়েছে। এর পিছনে রয়েছে প্রিজম-লাইক ইফেক্টের মাইক্রো লাইনস এবং এর আকর্ষণীয় রংগুলো নিশ্চিতভাবে বাজারে চমক এনে দেবে। ফোনটিতে রয়েছে রেইনফোর্সড কর্নারস ও পিটুআই ন্যানো-কোটিং এবং ফোনটি সামনের দিকে কর্নিং® গরিলা® গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত, যা স্প্ল্যাশ থেকে ফোনটিকে রক্ষা করে।

১.৬ মিমি একটি সুপার পিক্সেলের সহায়তায়, রেডমি ওয়াই৩ এর সেলফি এবং ভিডিওগুলি আরো কার্যতভাবে আলো ধারণ করে ন্যাচারল ছবি তৈরি করে। স্বল্প আলোয় প্রাণবন্ত সেলফি নিতে আরো ব্যবহার করা হয়েছে স্ক্রিন ফ্লাশ , যা স্বয়ংক্রিয়ভাবে বা ইচ্ছেমত সক্রিয় করা যেতে পারে।
রেডমি ওয়াই৩ ৩২ মেগা পিক্সেল ক্যামেরায় একটি পাম শাটার মোড রয়েছে, যা ব্যবহারকারীকে সহজে হাতের তালুর প্রদর্শনের মাধ্যমে সেলফি তুলতে সহায়তা করে।
এতে উদ্ভাবনের প্রায় সবকিছুই রয়েছে এবং রেডমি লাইনআপ-এর সবচেয়ে সাম্প্রতিক সংস্করণ হচ্ছে অরা ডিজাইন। রেডমি ওয়াই৩ অরা ডিজাইন সম্পন্ন তবে, এটির রিয়ার অংশে প্রিজম-লাইক ইফেক্ট প্রদর্শিত হয়। পুরো কাঠামো জুড়ে ইন্ট্রিকেট মাইক্রো লাইন সম্পন্ন রেডমি ওয়াই৩ এমন কিছু নিয়ে এসেছে যা এই সেগমেন্টে আগে কখনও দেখা যায়নি।
এতে রয়েছে ৬.২৬ ইঞ্চি (১৫.৯ সেমি) এইচডি+ ডট নচ ডিসপ্লে এবং কর্নিং গরিলা গ্লাস ৫ এর সাথে অরা ডিজাইন এই হ্যান্ডসেটটিকে দিয়েছে অসাধারণ লুক। এলিগেন্ট ব্লু এবং প্রাইম ব্ল্যাক রং-এর রেডমি ওয়াই৩ গ্রাহকদেরকে সত্যিই মুগ্ধ করবে।
এই প্রথমবারের মতো রেডমি ওয়াই সিরিজে এসেছে ¯ স্ন্যাপড্রাগন ৬৩২ এর সাথে কাস্টম কোয়ালমক® ক্রিও কোর ফিচার। স্ন্যাপড্রাগন ৬৩২ মোবাইল প্ল্যাটফর্মটিতে চারটি কোরের দুটি ক্লাস্টারে আটটি ক্রিও ২৫০ কোর রয়েছে, যা হার্ডওয়্যারের কাজগুলোকে কার্যকরীভাবে পরিচালনার জন্য সাজানো। অ্যাড্রেনো™ ৫০৬ জিপিউ সক্ষমতার সাথে রেডমি ওয়াই৩ আধুনিক ও ভিজ্যুয়াল গেমস খেলার জন্য ভালোভাবে প্রস্তুতকৃত।
রেডমি ওয়াই৩ তে রয়েছে ৪,০০০ এমএএইচ ব্যাটারি যা গ্রাহকদের দেবে দুই দিন ব্যাটারি লাইফের অভিজ্ঞতা, এটি কেবল এর আগে রেডমি নোট স্মার্টফোনেই ছিলো।
এক নজরে শাওমি ওয়াই ৩
নেটওয়ার্ক: ৪ জি
প্রসেসর: ১.৮ গি: হার্জ, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩২
র্যাম: ৩ জিবি
স্টোরেজ: ৩২ জিবি
ডিসপ্লে: ৬.২৬ ইঞ্চি, ডট নচ
ক্যামেরা: পিছনে: ১২ এমপি+২ এমপি
সেলফি: ৩২ মেগাপিক্সেল
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
অন্যান্য: ফিঙ্গারপ্রিন্ট,
মূল্য: ১৪,৯৯৯ টাকা
কোন মন্তব্য নেই