ব্যাটিং বিপর্যয়ে থেকেও জয়ী অস্ট্রেলিয়া
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া
ম্যাচ: ১০
প্রথমে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিং এ পাঠায়। কিন্তু শুরুটা অস্ট্রেলিয়ার জন্য সুখকর ছিল না। দলীয় ১৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া । ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে অজি দলপতি অ্যারন ফিঞ্চকে বিদায় করেন উইন্ডিজ পেসার ওশানে থমাস। উইকেটের পেছনে শাই হোপের গ্লাভসবন্দি হওয়ার আগে ফিঞ্চ করেন ৬ রান। দলীয় ২২ রানের মাথায় অস্ট্রেলিয়া দ্বিতীয় উইকেট হারায়। শেলডন কটরেলের বলে হেটমায়ারের হাতে ধরা পড়েন ওপেনার ডেভিড ওয়ার্নার (৩)। দলীয় ৩৬ রানের মাথায় বিদায় নেন তিন নম্বরে নামা উসমান খাজা। আন্দ্রে রাসেলের বলে উইকেটের পেছনে শাই হোপের দারুণ এক ক্যাচে খাজাকে সাজঘরে পাঠায় উইন্ডিজরা। বিদায়ের আগে ১৯ বলে দুই বাউন্ডারিতে ১৩ রান করেন খাজা। স্কোরবোর্ডে ২ রান যোগ হতেই বিদায় নেন গ্লেন ম্যাক্সওয়েল (০)। কটরেলের বাউন্সার পুল করতে গিয়ে তুলে দেন উইকেটরক্ষক শাই হোপের গ্লাভসে। এরপর মার্কাস আউট হন ১৯ করে দলীয় ৭৯ এর মাথায়। এভাবেই হয়ত খুব কম রানে শেষ হয়ে যেতে পারত অস্ট্রেলিয়ার ইনিংস, কিন্তু অ্যালেক্স ক্যারি, স্মিথ এবং নাথান কোল্টারের নৈপুন্যে ২৮৮ রানের বেশ বড় সংগ্রহ করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। তবে এই সংগ্রহে নাথান কোল্টারের ৬০ বলে ৯২ রান কনেক বেশি সাহায্য করে।
২৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নামা দারুণ ফর্মে থাকা উইন্ডিজ ব্যটসম্যানরা ভাল শুরু করলেও আম্পারদের অসহযোগীতার কারণে বার বার বাধার মুখে পড়ে। বিশেষ করে ক্রিস গেইল এর আউট দুই বার রিভিও নিয়ে আম্পায়দের ভুল সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ থেকে যায়।
এভাবেই শেষ পর্যন্ত আশা জাগিয়েও ২৭৩ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
উইন্ডিজ একাদশ: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল (সহ-অধিনায়ক), শিমরন হেটমায়ার, শাই হোপ, আন্দ্রে রাসেল, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান, অ্যাশলে নার্শ, ওশান থমাস, শ্যানন গ্যাব্রিয়েল, শেল্ডন কটরেল।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারণ ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, ও অ্যাডাম জাম্পা।
|
স্কোর
|
||
|
|
রান
|
ওভার
|
|
অস্ট্রেলিয়া
|
২৮৮/১০
|
৪৯
|
|
ওয়েস্ট ইন্ডিজ
|
২৭৩/৯
|
৫০
|
|
ফলাফল
|
অস্ট্রেলিয়া
১৫ রানে জয়ী
|
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
নাথান কোল্টার
|
|

কোন মন্তব্য নেই