সর্বশেষ

বৃষ্টির দাপটে পাকিস্তান - শ্রীলংকার ম্যাচ পরিত্যাক্ত ঘোষনা


২০১৯ বিশ্বকাপের পাকিস্তান বনাম শ্রীলংকার নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত ঘোষনা করেছে ম্যাচ রেফারী অ্যান্ডি ফাইক্রফট। ইংল্যান্ডের ব্রিস্টলে এই খেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও সকাল থেকেই সেখানে বৃষ্টি হানা দেয়।  যার ফলে খেলার অনুপযোগি হয়ে যায় মাঠ। বৃষ্টির পরিমান এতই ছিল যে ম্যাচের টস পর্যন্ত হয়নি।

মাঠ অতিরিক্ত ভেজা এবং খেলার অনুপযোগি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে আইসিসি।  তারা জানায় বৃষ্টি থামলেও মাঠের আউট ফিল্ডে প্রচুর পানি জমে আছে।  এতে খেলা পরিচালনা করা অসম্ভব। পাশাপাশি এই মাঠে খেলা হলে খেলোয়ারদের ইনজুরিতে পরার সম্ভবনা রয়েছে।  উভয় দলের ম্যানেজমেন্ট ও অধিনায়কদের সাথে কথা বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় আইসিসি।

এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তান ও শ্রীলংকার মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছে।  ফলে উভয় দলই ১ পয়েন্ট করে পেয়েছে।

আগামী মঙ্গলবার এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে শ্রীলঙ্কা।  অন্যদিকে বুধবার টাউনটন মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের চতূর্থ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। 

কোন মন্তব্য নেই