কপিলের 'গিন্নি' হলেন গিনি! কমেডি কিং -এর বিয়ে উপলক্ষ্যে তারকার মেলা l
গত ১০ ডিসেম্বর থেকে কপিল শর্মার বিয়ে ঘিরে ধীরে ধীরে সেজে উঠেছে পঞ্জাবের অমৃতসর থেকে জলন্ধর। ছোটোবেলার বান্ধবী গিনি চথরথের সঙ্গে কপিলের বিয়ে ঘিরে অনুষ্ঠান আয়োজন বহুদিন ধরেই শুরু হয়েছিল।
গত ১২ ডিসেম্বর জলন্ধরে গিনির শহরে আয়োজিত হয়েছিল এই বিয়ে। রাজবেশে হাতে তলোয়ার নিয়ে চিরাচরিত রীতি মেনে এদিন কপিল শর্মা বিয়ে করতে যান গিনিকে।
কলেজের বান্ধবী গিনি চথরথের সঙ্গে কপিল শর্মার বিয়ের পর্ব শুরু হয়েছে অনেকদিন। সঙ্গীত থেকে মেহেন্দিতে মেতে ছিলেন কপিল ঘরনী গিনি। বিয়ের দিন কাছে আসতেই একে একে বলিউড টেলি তারকারা ভিড় করতে থাকেন পঞ্জাবে। কপিলের 'অনস্ক্রিন স্ত্রী' সুমনা চক্রবর্তী থকে শুরু করে ক্রুষ্ণা , সকলকেই দেখা যায় কপিলের বিয়েতে।

কোন মন্তব্য নেই