৩২৭ রানের পাহাড়কে সহযে টপকে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রানের পাহাড় গড়েও পরাজয় এড়াতে পারেনি আয়ারল্যান্ড। অ্যান্ডি বালবারনির সেঞ্চুরি এবং পল স্টারিলং-কেভিন ওব্রায়েনের জোড়া ফিফটিতে ৩২৭ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশরা।
আয়ারল্যান্ডের বিশাল রানের পাহাড় তবুও যেন সহজেই সেই পাহাড় টপটে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েই ঝড়ের বেগে রান করতে শুরু করে আয়ারল্যান্ড। সেঞ্চুরি করেন বালবিরনি আর পলস্টার লিং ও কেভিন ওব্রায়েন তুলে নিয়েছেন জোড়া ফিফটি, এর ফলে স্কোর দাড়ায় ৫ উইকেটে ৩২৭ রান।
এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান সুনিল আম্রিস। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি। ১২৬ বলে ১৯টি চার ও একটি ছক্কায় ১৪৮ রান করেন আম্রিস। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলের হয়ে ৪৬ রান করেন রোস্টন চেজ। ৪৩ রান করেন জন কার্টার।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন অ্যান্ডি বালবিরনি। এর আগে তিনি আরব আমিরাত, স্কটল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান এ আইরিশ ব্যাটসম্যান। গত ১৫ মাসে চারটি সেঞ্চুরি করেছেন আইরিশ এই টপঅর্ডার ব্যাটসম্যান।
আরও দেখুন:
আয়ারল্যান্ডের বিশাল রানের পাহাড় তবুও যেন সহজেই সেই পাহাড় টপটে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ।
টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েই ঝড়ের বেগে রান করতে শুরু করে আয়ারল্যান্ড। সেঞ্চুরি করেন বালবিরনি আর পলস্টার লিং ও কেভিন ওব্রায়েন তুলে নিয়েছেন জোড়া ফিফটি, এর ফলে স্কোর দাড়ায় ৫ উইকেটে ৩২৭ রান।
এই চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে ব্যাটিং তাণ্ডব চালান সুনিল আম্রিস। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে খেলতে নেমে ব্যাটিংয়ে ঝড় তোলেন তিনি। ১২৬ বলে ১৯টি চার ও একটি ছক্কায় ১৪৮ রান করেন আম্রিস। তার সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটের জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া দলের হয়ে ৪৬ রান করেন রোস্টন চেজ। ৪৩ রান করেন জন কার্টার।
ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন অ্যান্ডি বালবিরনি। এর আগে তিনি আরব আমিরাত, স্কটল্যান্ড, আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান এ আইরিশ ব্যাটসম্যান। গত ১৫ মাসে চারটি সেঞ্চুরি করেছেন আইরিশ এই টপঅর্ডার ব্যাটসম্যান।
|
স্কোর
|
||
|
|
রান
|
ওভার
|
|
আয়ারল্যান্ড
|
৩২৭/৫
|
৫০
|
|
ওয়েস্ট ইন্ডিজ
|
৩৩১/৫
|
৪৭.৫
|
|
ফলাফল
|
ওয়েস্ট
ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
|
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
সুনিল আম্রিস
|
|

কোন মন্তব্য নেই