বাংলাদেশের দাপুটে জয়
ত্রিদেশীয় এক দিনের সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।
ব্যাটিং এ নেমে ভাল শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনিং ব্যাটসম্যান সাই হোগ এবং সুনিল অ্যাম্ব্রিস। তারা প্রতি ওভারে গড়ে ৫.৫ এর বেশী রান করতে থাকেন। তবে উইন্ডিজ শিবিবে প্রথম আঘাত হানেন মাশরাফি। সুনিল অ্যাম্ব্রিসকে প্যাভিলিয়নে ফেরান ২৩ রানে। এর কিছুক্ষণ পরেই মিরাজের শিকার হন ডি এম ব্যাভো।
এই ম্যাচে যেন বোলারেদের, তাই মুস্তাফিজের ফিরে আসার দিনে খুব ভাল একটা সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা।
এর মাঝে সাই হোপ ও হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের দর্শকদের খানিকটা আশা দিয়েছিলেন। তারা যথাক্রমে ৮৭ ও ৬২ রানের ঝলমলে ইনিংস খেলেন। সাই হোপ যেন সেঞ্চুরি না করে ছাড়বেন না এমন সময় মাশরাফির আঘাত, মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি টা পেলেন না। অপর প্রান্ত আগলে ছিলেন হোল্ডার, তাকেও ফিরিয়ে দেন মাশরাফি।
তারপর শুধুই সৌজন্যতা, মুস্তাফিজুর এক ওভারে ২টি উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেরুদন্ডটা ভেঙ্গে দেন। ওয়েস্ট ইন্ডিজের রান দাড়ায় ২৪৭, ৯ উইকেটের বিনিময়ে।
মুস্তাফিজ ৪, মাশরাফি ৩, সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ নেন ১ টি করে ইউকেট।
বাংলাদেশ ব্যাটিং এ নেমে ভালই করছিল। তামিম ও সৌম্য একে অপরকে ভালই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৫৪ রানের মাথোয় তামিম নার্সের বলে আউট হয়ে যান। তামিম করেন ৩২ রান। এরপর সাকিব আসেন, এ জুটি খুব বেশিক্ষন স্থায়ী হয়নি। সৌম্য সাজঘরে ফেরেন ৫৪ রানের একটি স্বচ্ছ ইনিংস খেলে। তারপর ধারাবহিকভাবে মুশফিক ৬৩, মিঠুন ৪৩ আর মাহমুদুল্লাহর ৩০ খুব সহজেই বাংলাদেশকে সহযেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।
মুস্তাফিজ ৪, মাশরাফি ৩, সাকিব আল হাসান ও মেহেদি মিরাজ নেন ১ টি করে ইউকেট।
বাংলাদেশ ব্যাটিং এ নেমে ভালই করছিল। তামিম ও সৌম্য একে অপরকে ভালই সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু দলীয় ৫৪ রানের মাথোয় তামিম নার্সের বলে আউট হয়ে যান। তামিম করেন ৩২ রান। এরপর সাকিব আসেন, এ জুটি খুব বেশিক্ষন স্থায়ী হয়নি। সৌম্য সাজঘরে ফেরেন ৫৪ রানের একটি স্বচ্ছ ইনিংস খেলে। তারপর ধারাবহিকভাবে মুশফিক ৬৩, মিঠুন ৪৩ আর মাহমুদুল্লাহর ৩০ খুব সহজেই বাংলাদেশকে সহযেই জয়ের বন্দরে পৌঁছে দেয়।
|
স্কোর
|
||
|
|
রান
|
ওভার
|
|
ওয়েস্ট ইন্ডিজ
|
২৪৭/৯
|
৫০
|
|
বাংলাদেশ
|
২৪৮/৫
|
৪৭.২
|
|
ফলাফল
|
বাংলাদেশ
৫ উইকেটে জয়ী
|
|
|
ম্যান অ্যাফ দ্যা ম্যাচ
|
মুস্তাফিজুর রহমান
|
|
আরও দেখুন:

কোন মন্তব্য নেই