সর্বশেষ

মুস্তাফিজ ইজ ব্যাক!

মুস্তাফিজ কে নিয়ে চলছে আলোচনা-সমলোচনা, কেননা হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন। তার সেই ক্ষুরধার বোলিং যেন হারিয়ে ফেলেছিলেন। কাটার মাস্টারের কাটার আর কাজ করছিল না, বরং তার বোলিং সূত্রগুলো যেন সহজেই সমাধান করতে পারছিলেন ব্যাটসম্যানরা।
কিন্তু চলতি ত্রিদেশীয় সিরিজে যেন নিজেকে আবার নতুন করে ফিরে পেলেন। বিশ্বকাপের আগে তার ফিরে আসাটা খুব দরকার ছিল নিজের এবং দলের জন্য।
আর তাই সমালোচকদের দাঁতভাঙ্গা জবাব দিলেন ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে। ৯ ওভার বল করে ১টি মেইডেন নিয়ে ৪ টি উইকেট নিয়েছেন নিজের ঝুলিতে, এতে তার খরচ হয়েছে ৪৩ টি রান। ওভার প্রতি ইকোমনি রেট ছিল ৪.৭৭। ডট বল ছিল ৩০ টি।
চমৎকার এই বোলিং ফিগার অবশ্যই অনুপ্রেরণা যোগাবে। এখন শুধু বাংলাদেশের জয়ের অপেক্ষা।

আরও দেখুন:
বাংলাদেশের বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানে বন্দি

কোন মন্তব্য নেই