স্বল্প মূল্যের দারুণ হ্যান্ডসেট আনল নকিয়া
![]() |
নকিয়া ৪.২ |
ঠিক সেই পথেই এবার হাটসে এক সময়ের তুমুল জনপ্রিয় ব্র্যান্ড নকিয়া। ভারতের বাজারে নকিয়া ৪.২ উন্মোচনের মাধ্যমেই এর সূচনা হল।
৩ জিবি র্যাম ও ৩২ জিবি রমের সংস্করণের স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট সমৃদ্ধ হ্যান্ডসেটটির মূল্য ১০ হাজার ৯৯০ রুপি, যা বর্তমানে বাংলাদেশের মুদ্রা বিনিময় হারে ১৩,৩২৫ টাকার মত।
যা থাকছে এই হ্যান্ডসেতে:
প্রসেসর: অক্টাকোর
চিপনসট: স্ন্যাপড্রাগন ৪৩৯
অপারেটিং সপফ.: অ্যান্ড্রয়েড ৯ পাই
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৫.৭১ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ওয়াটার ড্রপ নচ
ক্যামেরা: পিছনে- ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
সেলফি- ৮ মেগাপিক্সেল
র্যাম: ৩ জিবি
মেমরি: ৩২ জিবি
ব্যাটারি: ৩০০০ এমএএইচ
অন্যান্য: কানেক্টিভিটি: ফোরজি এলটিই, ওয়াইফাই ৮০২.১১ বি/জি/এন
-৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।
ফোনটি কবে নাগাদ আসতে পারে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
Post Comment
কোন মন্তব্য নেই